Market

রাজ্যে বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টি ও বৃদ্ধির উদ্দেশ্যে আগামীকাল থেকে কলকাতার বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গনে ৩ দিন (১১-১৩ আগস্ট) ব্যাপী বিজনেস সামিট শুরু হচ্ছে। এই বিজনেস সামিট হবে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে।
বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল (বিএনআই) কলকাতা সিবিডি(এ) অ্যান্ড নর্থ এর তত্বাবধানে আয়োজিত এই ‘বিজনেস অ্যান্ড বিয়ন্ড ২০২৩’ সামিটে ভারতের ১২১ টি শহর থেকে এক লক্ষেরও বেশি শিল্পোদ্যোগী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই বিএনআই কলকাতা সিবিডি (এ) অ্যান্ড নর্থ এ দু হাজারেরও বেশি সদস্য আছেন। তাদের মধ্যে ৪০% অতি ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্প সংস্থা আর বাকি ৬০% হলেন ব্যবসায়ী।
অরগানাইজিং কমিটির চেয়ারম্যান অমিত শর্মা দাবী করেছেন যে এই বিজনেস সামিট একেবারে ইউনিক। কারণ এই সামিট নিছক একটি এগজিবিশন নয় বা শুধুমাত্র সেমিনার বা ওয়ার্কশপ ও নয়। এই সামিট শিল্পোদ্যোগীদের বিজনেস নলেজ আপডেট করতেও সাহায্য করবে। তিনি বলেছেন যে কলকাতা সহ গোটা রাজ্যে ব্যবসা এবং শিল্পক্ষেত্রে নতুন কী সম্ভাবনা আছে তাও এখানে তুলে ধরা হবে। এতে রাজ্যে বিনিয়োগ যেমন বাড়বে সেই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানও তৈরি হবে। তিনি জানিয়েছেন এই সামিটে রাজ্যের অতি ক্ষুদ্র,ছোট এবং মাঝারি শিল্প দপ্তরও স্টল দেবে। অমিত বাবুর কথায় বাইরের কোন শিল্পদপ্তর এই রাজ্যে বিনিয়োগ করতে চাইলে তিনি এই সামিটের এমএসএমই স্টল থেকেই প্রাথমিকভাবে সাহায্য পেয়ে যাবেন। রাজ্যের সব শিল্পপতিদের এই সামিটে আমন্ত্রন জানানো হয়েছে। এখানে মোট স্পন্সর ও এগজিবিটর ৩৫০ এরও বেশি। রাজ্যের শিল্প তথা ব্যবসার উন্নতিতে এই সামিট যে এক ইতিবাচক পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ