Daily

স্বপ্ন, যা আপনাকে রেস্টলেস করে তুলবে। চিন্তায় রূপান্তরিত হবে। প্রতিফলিত হবে আপনার কাজে। আর স্বপ্নের পরিসর যদি হয় আকাশছোঁয়া। তাহলে আপনাকে আটকাবে কার সাধ্য? হয়ত এমনই কোন স্বপ্ন দেখেছিলেন পূর্ব বর্ধমানের রেজাউল।
সত্যি বলতে, পুঁথিগত জ্ঞানের ভাঁড়ার শূন্য। তাতে কি? নিজের যোগ্যতা প্রমাণের অদম্য ইচ্ছে আর স্বপ্নপূরণের লক্ষ্য- কোনটাই বাধা দিতে পারেনি তাকে। ছোটবেলায় বাবা বলেছিলেন, এমন কিছু করতে, যাতে দেশে ও দশে তাকে জানে। আর সেই লক্ষ্যপূরণের তাগিদেই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নং ব্লকের বকপুর পঞ্চায়েতের বাসিন্দা রেজাউল শেখ বানাতে চলেছে সাড়ে ৩৯ ফুট দীর্ঘ এক হেলিকপ্টার।
দীর্ঘ পাঁচ বছরের গবেষণা শেষে রেজাউলের স্বপ্নের হেলিকপ্টার তৈরির প্রস্তুতি প্রায় শেষের পথে। এবার তার স্বপ্ন শুধু আকাশে ডানা মেলার অপেক্ষায়। এত বড় হেলিকপ্টার বানাতে কত খরচ পড়ছে তার? মেটিরিয়ালস কোথা থেকে কিনছেন? আর কতদিনের অপেক্ষা?
নেতা-মন্ত্রীদের মিটিং-এ হেলিকপ্টারের আওয়াজ পেলেই ছুটে এসে আকাশ দেখেন গ্রামবাসী। হয়তো নিজের অজান্তেই হেলিকপ্টারে ওঠার স্বপ্নের জাল বোনেন তারা। এখন নিজেদের গ্রামের ছেলে সেই সুযোগ করে দেওয়ায় আপ্লুত তারা। গ্রামের ছেলের এমন ইচ্ছেশক্তিকে সাধুবাদ জানাচ্ছেন গ্রামবাসীরা। রেজাউলের এই কাজে খুশির জোয়ার গোটা গ্রামজুড়ে।
তবে, সরকারি অনুদানের আবেদন করছেন তারা প্রত্যেকেই। সরকার যদি তাদের পাশে থাকে তাহলে তাদের উৎসাহ আরও বাড়বে। সরকারের কাছে কি আবেদন রাখছেন শিল্পী রেজাউল শেখ?
তাত্ত্বিক শিক্ষায় খানিক পিছিয়ে থাকলেও, নৈতিক শিক্ষায় ভরপুর রেজাউল বুঝিয়ে দিল, স্বপ্নের সত্যিকারের সংজ্ঞাটা কি! কীভাবে তা পূরণের জন্য ছুটতে হয়! স্বপ্নপূরণের এই অদম্য ইচ্ছেশক্তি অটুট থাকুক রেজাউলের।
কাঞ্চন দাস
পূর্ব বর্ধমান