Daily

ভূত আছে কি নেই- এই প্রশ্ন চিরন্তন। ঘন্টার পর ঘন্টা কেটে যায় তবু এই প্রশ্নের সমাধান পাওয়া যায় না। আমাদের চারপাশেই এমন সাধারণ মানুষ আছেন যারা ভূতের অস্তিত্বকে মানতেই চান না। আর বিজ্ঞানীর কাছে তো ভূত একটি মুচমুচে বিষয় বৈ আর কিছুই নয়। কিন্তু আপনি যদি হঠাৎ জানতে পারেন যে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসাতেই শুরু হয়েছে ভূতের উপদ্রব! অবাক হচ্ছেন? সম্প্রতি নাসার তরফ থেকে একটি ফটোগ্রাফ হঠাৎই ভাইরাল হয়েছে, আর যেখান থেকে উঠে আসছে একটাই প্রশ্ন- ভূত কি এবার ধমক দিতে হানা দিল নাসায়?
উল্লেখ্য, নাসার গবেষণা কক্ষে রয়েছে বিশ্ব বিখ্যাত টেলিস্কোপ জেমস ওয়েব। যা সময়ের পরিসরকে ধরতে পারে নিজের মধ্যে। আর সেখানে এই টেলিস্কোপ ঘিরে দেখা গেছে কিছু আধিভৌতিক মানুষের হৈ হল্লা। যা রীতিমত রসিকের মনে রসিকতা এবং প্যারানর্মাল রিসার্চারদের মধ্যে উত্তেজনা দুইই তৈরি করেছে। প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি সত্যিই আত্মারা আত্মপ্রকাশ করল নাসায়? এমন জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই সব আশায় জল ঢেলে দিল স্বয়ং নাসাই।
নাসার পক্ষ থেকে জানান হয়েছে, টেলিস্কোপের আশেপাশে যাদের দেখা যাচ্ছে তাঁরা কেউ মৃত নয়। বরং তাঁরা বহাল তবিয়তে রয়েছেন। যে ক্যামেরায় ছবি তোলা হয়েছিল তার শাটার অনেক্ষণ খোলা থাকায় অতিরিক্ত আলো ঢুকে এই পরিণতি হয়েছে। বিজ্ঞানীরা যে ভূতে বিশ্বাস করেন না, তা আবার প্রমাণিত হল।
ব্যুরো রিপোর্ট