Daily

আফঘানিস্তানে তালিবান আক্রমনের পর পরই পত্রপাট উধাও আফঘান প্রেসিডেন্ট ঘানি। দেখের ৬০ লক্ষ মানুষকে তালিবান রাজত্বে রেখে দিয়ে রাতের অন্ধকারে উড়ে গেলেন অন্যত্র। কয়েকদিনের জন্য একেবারে লা-পাতাহ ছিলেন তিনি। অবশেষে হদিশ মিলল। ঘানি রয়েছেন আরব আমিরশাহিতে। সেখান থেকে বসেই দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি।
গত ১৫ই অগাস্ট তালিবান আফগানিস্তান দখলের পরই দেশ ছেড়ে পালান ঘানি। ৬০ লক্ষ কাবুলবাসীর ভবিষ্যতের উপর জিজ্ঞাসাচিহ্ন ঝুলিয়ে দেওয়ার পর ক্ষমা তো তাকে চাইতেই হত। যদিও তিনি জানিয়েছেন তার দেশের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই নাকি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ঘানির নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন যে ঘানি থাকলে নাকি ১৯৯০ এর পুনরাবৃত্তি হবে। দেশজুড়ে আবার বইবে রক্তবন্যা।
যদিও ঘানির এই আত্মপক্ষ সমর্থনকে মোটেই মেনে নিচ্ছেন না কূটনৈতিক মহলের ব্যাক্তিত্বরা। কারণ এর আগেও তিনি এভাবেই নিজের দিকে ঝোল টেনে কথা বলেছেন, দুবাইতে বসে। আর আফগানিস্তানের এই পতনের জন্য ঘানির আমলে ঘটতে থাকা দুর্নীতিই দায়ি বলে মনে করছেন কূটনৈতিকমহলের একাংশ।
ব্যুরো রিপোর্ট