Daily

অনলাইন আবেদনেই মিলবে ট্রেড লাইসেন্স, ঘোষণা হাওড়া পুর নিগমের। গত সোমবার সন্ধ্যায় হাওড়া পুর নিগমের আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। আগামী সাতদিনের মধ্যেই শুরু হতে চলেছে এই পরিষেবা।
পুর এলাকায় বসবাসকারী মানুষ যদি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে তাঁরা অনলাইনে আবেদন করার সাথে সাথেই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। এরজন্য তাঁকে পরিচয়জ্ঞাপক নথি সহ রেন্টাল অথবা পুরসভার ট্যাক্সের বিল বা এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে বলে জানান, মন্ত্রী অরূপ রায়।
কেউ অফলাইনে আবেদন করতে চাইলে তাও করতে পারেন। প্রয়োজনীয় নথি সহ আবেদন করলে এক্ষেত্রে তিনদিনের মধ্যে মিলবে ট্রেড লাইসেন্স। রিনিউয়ালের ক্ষেত্রেও বিষয়টি অনেক সহজ হবে।
এর পাশাপাশি পুরসভা এলাকার বাজারে চালু হচ্ছে কনজারভেন্সি চার্জ। হাওড়া পুর এলাকায় বাজারের উচ্ছিষ্ট আবর্জনা একটি ভ্যাটে ফেলে আসত সবজি বিক্রেতারা, যা পরে পুরসভাকে পরিষ্কার করতে হতো। বিনিময়ে, পুরসভা কোনো কর নিত না। তবে নতুন চালু হওয়া এই কনজারভেন্সি চার্জ মারফত বিক্রেতাদের ডেইলি বেসিসে ১০ টাকা অথবা মাসিক চার্জ হিসেবে ১০০ টাকা দিতে হবে পুরসভাকে। ওই চার্জ কোথা থেকে নেওয়া হচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে, এমনকি কোন লোকেশন থেকে নেওয়া হচ্ছে তার তথ্য সমেত মেশিনের মাধ্যমে সঙ্গে সঙ্গে বিল দিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট বিক্রেতাকে।
ব্যুরো রিপোর্ট