Daily

সহজেই ক্যারি করুন পিভিসি আধার কার্ড। আধার কার্ড ঠিক কতটা গুরুত্বপূর্ণ নথি তা নিশ্চই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বাড়ি ভাড়া থেকে বেড়াতে যাওয়া, আধার কার্ড ক্যারি করা মাস্ট। এখন আধার কার্ড ক্যারি করা আরও সহজ, পিভিসি আধার কার্ডের সঙ্গে। জেনে নিন কিভাবে পাবেন এই আধার কার্ড।
প্রথমে জেনে নেওয়া যাক, কি এই পিভিসি আধার কার্ড। পিভিসি আধার কার্ড অনেকটা এটিএম কার্ডের মতো দেখতে। সাইজে ছোট হওয়ায় ক্যারি করা এক্কেবারে সহজ। আধার কার্ডে যাবতীয় যা তথ্য থাকে তার সবটাই থাকে এই পিভিসি আধার কার্ডে। ১২ সংখ্যার আধার নম্বর থেকে ফোন নম্বর সবটাই রয়েছে এখানে। এক কথায় বড়ো আধার কার্ডের মিনি ভার্শন হলো এই পিভিসি আধার কার্ড। এবার জেনে নেওয়া যাক এটি পেতে গেলে কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে।
প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://uidai.gov.in/ যেতে হবে। ‘My Aadhaar’ অপশনে গিয়ে ‘order aadhar PVC’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটা দিলে আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে। অনলাইনেই ৫০ টাকা পেমেন্ট করলে আপনার পিভিসি আধার কার্ড অর্ডার হয়ে যাবে এবং শীঘ্রই স্পিড পোস্টের মাধ্যমে সেটি আপনি পেয়ে যাবেন।
ব্যুরো রিপোর্ট