Daily

ডাকঘরের খামে মিলবে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা। জিআই ট্যাগের পর এবার মিললো ডাকঘরের স্বীকৃতি। ডাকঘর থেকে মিলবে সীতাভোগ, মিহিদানার ছবি সম্বলিত খাম। দাম? মাত্র ২০ টাকা।
গত শুক্রবার বর্ধমানের ডাকঘরে উদ্বোধন হয় এই কভারের। বর্ধমানের মিহিদানা আর সীতাভোগের খ্যাতি বিশ্বজোড়া। এবার তার ছবি শোভা পাবে ডাকঘরের কভারে। স্বাভাবিকভাবেই খুশি মিষ্টি ব্যবসায়ীরা। সীতাভোগ ও মিহিদানার জিআই ট্যাগের খবর দেশের কোণায় কোনায় ছড়িয়ে দেয়ার পাশাপাশি, ডাকঘরের ব্যবসার ব্যাপ্তি ঘটানোর জন্যই এই উদ্যোগ।
বর্ধমানে মুখ্য ডাকঘরে এক অনুষ্ঠানে এই পোষ্টকার্ড উদ্বোধন করেন সাউথ বেঙ্গল রিজিওনের পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ডিভিশনের সুপার সৈয়দ ফ্রজ হায়দার নবী, বর্ধমান হেড পোস্ট মাস্টার মধুসূদন রায় ও বর্ধমান সিতাভোগ এন্ড মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ সিংহ সহ আরও অনেকে।
ব্যুরো রিপোর্ট