Daily

কম ইনভেস্ট বেশী সুদ, এসবিআইয়ের প্লাটিনাম ডিপোজিটের দারুন অফার। রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকটি বরাবরই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একের পর এক চোখ ধাঁধানো অফার। এই যাত্রাতেও পৃথক ফল হলো না। আরও এক দারুন অফার নিয়ে এলো এসবিআই। অফার শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন।
এই স্কিমের নিয়ম অনুযায়ী, গ্রাহক বেশি সুদে কম টাকা রাখতে পারবেন। সাথে কোনো গ্রাহকের যদি টাকা সঞ্চয় রাখার পরিকল্পনা রয়েছে তাহলে এই অফারের সুবিধা নিতে পারেন এই স্কিম থেকে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা করেছে ব্যাংক। সাধারণ গ্রাহক এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে পৃথক হারের সুদ।
স্কিম শুরু হয়েছে গত ১৫ই আগস্ট, শেষ হবে আগামী ১৪ই সেপ্টেম্বর। এই স্কিমের আওতায় থাকা সাধারণ গ্রাহকেরা ৭৫ দিনের জন্য সুদ পাবেন ৩.৯৫% রেটে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ওই একইদিনের সময়সীমায় সুদ পাবেন ৪.৪৫%রেটে। কাজেই স্কিম যে লাভজনক, তা বলাই যায়। দেরি না করে নিকটবর্তী এসবিআইয়ের ব্রাঞ্চে যোগাযোগ করুন।
ব্যুরো রিপোর্ট