Daily

ব্যবসা করতে চান অথচ পর্যাপ্ত জায়গা বা পুঁজি কোনোটাই নেই? চুপ করে বসে থাকবেন না। অল্প পুঁজিতেও এমন ব্যবসা শুরু করা যায় যা আপনাকে নিশ্চিন্ত করবে। অন্তত আগামী ২৫ বছর পর্যন্ত তো বটেই। কি ব্যবসা, শুনতে ইচ্ছে করছে তো?
একেবারে অল্প টাকা খরচ করে সোলার প্যানেল বসিয়ে ফেলুন বাড়ির এক চিলতে ছাদে। জায়গা তো কম লাগেই, সাথে ইনভেস্টও করতে হয় কম। আর লাভ? বেশ, বেশ চড়া। এক চিলতে ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করুন আর সরবরাহ করুন পাওয়ার গ্রিডে।
দিন যত এগোচ্ছে, কয়লার ভান্ডার কমে আসায় বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে দেখা যাচ্ছে অশনি সংকেত। আর একইসাথে ব্যাপক ক্রেজ ছড়াচ্ছে এই সোলার ইলেক্ট্রিক সিস্টেম। ইকো ফ্রেন্ডলি হওয়ায় দূষণ হওয়ার চিন্তা নেই। রুক্ষণাবেক্ষনেও খরচ কম। প্রতি ১০ বছরই মাত্র একবার ব্যাটারি বদলাতে হয় যখন খরচ পরে ২০,০০০টাকা।
আর আপনি যদি প্রধানমন্ত্রী কুসুম যোজনার আওতায় এই ব্যবসা শুরু করেন তাহলে তো কোনো কথাই নেই। পাওয়া যাবে ৯০শতাংশ পর্যন্ত ভর্তুকি, যার ৩০ শতাংশ দেবে ব্যাংক আর ৬০ শতাংশ দেবে কেন্দ্র। তাহলে আর ডিটি কেন? চাকরি করার স্টিরিও টাইপ চিন্তা ভাবনা দূর করে ঝাঁপিয়ে পড়ুন আর শুরু করে দিন এই ব্যবসা।
ব্যুরো রিপোর্ট