Trending

রিজার্ভ ব্যাঙ্ক মানিটারি পলিসিতে ঋণনীতি অপরিবর্তিত থাকায় হোম লোনে কম সুদের হার ধার্য করা হল। এমনটাই ধারণা দেশের একাধিক রিয়েল এস্টেট সংস্থাগুলির। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেডাই কোম্পানির চেয়ারম্যান হর্ষবর্ধন পতোদিয়া। তিনি বলেছেন, রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্তটি খুবই দূরদর্শী পদক্ষেপ। বর্তমানে বিশ্বের সমস্ত ব্যবসায়িক সেক্টরগুলিতে নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের প্রভাব দেখা দিয়েছে।
এর পাশাপাশি পতোদিয়া আরও বলেন, গৃহ ঋণে সুদের হার কম থাকায় গ্রাহকদের মধ্যে বিশ্বাস তৈরি হবে। যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারেও সাহায্য করবে। নরেডকোর ভাইস চেয়ারম্যান এবং হিরানন্দানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন হিরানন্দানি RBI-এর ঋণনীতিতে স্থিতাবস্থার সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সুদের হার কম থাকায় রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি লাভবান হবে।
ব্যুরো রিপোর্ট