Prime
Daily
১৫৬ টাকায় হবে করোনা চিকিৎসা, এসবিআইয়ের দুর্দান্ত লাইফকভারেজ স্কিম
By sanchitabpn21 | August 9, 2021
Daily
১৫৬ টাকায় হবে করোনা চিকিৎসা, এসবিআইয়ের দুর্দান্ত লাইফকভারেজ স্কিম। মধ্যবিত্তের কথা মাথায় রেখে এসবিআই নিয়ে এলো এই সুবিধা। কিভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত।
অতিমারির জেরে হাতে টান পড়েছে মধ্যবিত্তের। আর তার মধ্যে করোনা চিকিৎসায় লম্বা বিল ধরিয়েছে হাসপাতালগুলো। খরচ, আকাশছোঁয়া। মধ্যবিত্তের আর্থিক দিকটির কথা মাথায় রেখেই এসবিআই এর এই নয়া পদক্ষেপ, ‘করোনা রক্ষক স্কিম’। মাত্র একবার প্রিমিয়ামের মিলবে, ফুল কভারেজ।
করোনা রক্ষক পলিসিতে সর্বনিম্ন প্রিমিয়াম ১৫৬ টাকা ও সর্বোচ্চ প্রিমিয়াম ২,২৩০ টাকা দিতে হবে পলিসি হোল্ডারকে। ন্যূনতম বয়স১৮ হলেই মিলবে ১০০% কভারেজ সহ এই স্কিমের সুবিধে। বিশদে জানতে ক্লিক করুন https://www.sbilife.co.in/en/individual-life-insurance/traditional/corona-rakshak লিঙ্কে অথবা মিসড কল দিন 022-27599908 নম্বরে।
ব্যুরো রিপোর্ট