Trending

হাসপাতালে বেড না থাকা, অক্সিজেন সিলিন্ডার এর ঘাটতি, মাত্র কয়েকমাস আগেকার মৃত্যুপুরী আর দেশজোড়া হাহাকারের ছবিটা মনে পড়লে আজও আতঙ্ক দানা বাঁধে মনের ভিতর। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। তাই করোনার যাবতীয় আপডেট জানতে বাজারে আসতে চলেছে নতুন অ্যাপ।
শহর কিংবা গ্রাম , কোন হাসপাতালে কটা বেড খালি? কোথায় পাওয়া যাবে অক্সিজেন সিলিন্ডার? যাবতীয় সব আপডেট দেবে এই অ্যাপ। সাধারণের হয়রানি কমাতে বাজারে আসছে আইসিএমেস(ICMS) নামে এই অ্যাপটি। গত মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে জেলা টাস্ক ফোর্স। সেখানেই করোনা পরিস্থিতিতির কারেন্ট আপডেট নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই জানানো হয় এই নতুন অ্যাপটির বিষয়ে।
যদিও পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর প্রশাসন। পাশাপাশি নতুন রাজ্য প্রশাসনের তরফে লঞ্চ করা এই অ্যাপটি সাহায্য করবে সাধারণ মানুষকে। আগামিকাল থেকেই গুগল প্লে স্টোরে মিলবে এই অ্যাপ।
ব্যুরো রিপোর্ট