Jobs

এইট পাশেই গ্রুপ ডি পদে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করলেই যারা সরকারি চাকরি খোঁজ করেন, তাদের জন্য সরকারি চাকরির সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। কোন কোন পদে আবেদন করা যাবে, এবং কিভাবে? জানুন বিস্তারিত।
ইংলিশ স্স্টেনোগ্রফার(১), নাইট গার্ড, পিওন(২৮), লোয়ার ডিভিশন ক্লার্ক(২২), সুইপার(৩) পদে বিপুল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। নিয়োগ প্রক্রিয়া হবে ঝাড়গ্রাম আদালতে। তবে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। পদ অনুযায়ী বেতন পরিকাঠামো ধার্য করা হয়েছে।
আবেদন করা যাবে অনলাইনে। https://www.calcuttahighcourt.gov.in/ , https://districts.ecourts.gov.in/jhargram এবং https://jhargram.gov.in/ ei tinti ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
ব্যুরো রিপোর্ট