Market
ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও পেতে পারেন ৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুধবার। তিনি জানিয়েছেন, কোন কারণে যদি ব্যাঙ্ক আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে তবে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার তিন মাসের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা। তার জন্য দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।
আগে কোন ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে, সেক্ষেত্রে বীমার অঙ্ক হিসেবে সর্বাধিক ১ লক্ষ টাকা পেতেন গ্রাহকরা। কিন্তু সরকারের এই নতুন ঘোষণা অনুযায়ী এখন আর ১ লক্ষ নয়, বরং পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। তার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে খুব বেশি হলে ৯০ দিন। ফলে কোন কারণে যদি ব্যাঙ্ক বন্ধও হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের যাবতীয় লেনদেন বন্ধ করে দেয় আরবিআই, সেক্ষেত্রেও গ্রাহকদের আর ক্ষতির মুখে পড়তে হবেনা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এর ফলে দেশের ৯৮.৩% ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে গেল।
ব্যুরো রিপোর্ট