Daily

করোনা আবহে যখন আপনার আর্থিক ভবিষ্যতেই নেমেছে অনিশ্চয়তার ছায়া ঠিক তখনই ভারতীয় পোস্ট অফিস আপনার ভবিষ্যতকে কিছুটা হলেও সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছে। তার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে অল্প। পরিবর্তে পাঁচ বছর বাদে আপনি হয়ে উঠবেন লক্ষ টাকার মালিক। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।
পোস্ট অফিস চালু করেছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। যেখানে আপনি সুদ পাবেন ৭.৪ শতাংশ হারে। ৬০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিরা এই স্কিমের আওতায় আসতে পারবেন। খুলতে পারবেন অ্যাকাউন্ট। সিনিয়র সিটিজেনরা যদি স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ৫ বছর পর ৭.৪ শতাংশ সুদের হারে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকারও কিছু বেশি। যদিও ১০ লক্ষ টাকা রাখার কোন বাধ্যবাধকতা নেই। অ্যাকাউন্ট ১০০০ টাকার বিনিময়েও খোলা যাবে।
খেয়াল রাখবেন, এই স্কিমে যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। তবে ১৫ লক্ষই সর্বোচ্চ বিনিয়োগ।
ব্যুরো রিপোর্ট