Daily

কৃষকের অর্থনৈতিক স্বার্থ মেটাতে অক্ষম বলে পৃথিবীর আলো দেখার পরই আজীবনের মতো অন্ধকারে চলে যেতে হয় তাদের। অর্থনৈতিক ভাবে লাভজনক নয় বলে জার্মানিতে গণহারে হত্যা করা হয় মোরগ ছানা গুলোকে। যা এককথায় অমানবিক। তাই গণহারে মোরগ ছানা হত্যা বন্ধ করতে আইন পাস হলো জার্মানিতে৷
একেই সমালোচনার মুখে মুরগি চাষ। প্রতি বছর শুধু জার্মানিতেই মুরগির প্রায় সাড়ে চার কোটি পুরুষ বাচ্চাকে চিক শ্রেডিং এর মুখোমুখি হতে হয়৷ গত বৃহস্পতিবার জার্মান সংসদ বুন্ডেসটাগ ঘোষণা করেছেন, জার্মানিতে গণহারে মুরগির পুরুষ বাচ্চা মেরে ফেলা নিষিদ্ধ আইন আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে৷ শুধুমাত্র অর্থনৈতিক লালসা মেটাতে মুরগির খামারগুলোতে মোরগ ছানা হত্যার মতো অনৈতিক ঘটনায় রাশ টানতে উদ্যোগী প্রশাসন।
মুরগির পুরুষ ছানার জন্ম রোধ করতে জার্মান কৃষকদের যথাযথ প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেন জার্মান প্রশাসনিক আদালত। যাতে ভ্রুণেই লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়৷ জার্মানের অমানবিক এই পরিবেশ নিঃশেষ করার এই উদ্যোগ সর্বতোভাবে প্রশংসনীয়।
ব্যুরো রিপোর্ট