Daily

মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন অফিস থেকে অ্যালার্ট জারি হয়েছিল আগেই। সূর্য থেকে আগত জিও ম্যাগনেটিক ঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে আজই। ফলে বিদ্ধস্ত হতে পারে পৃথিবীর বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। গত ২৬ শে সেপ্টেম্বর G1 লেভেলের ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে আছড়ে পড়ার কথা থাকলেও, অবশেষে তা বাস্তবায়িত হয়নি। তবে আজ ২৭ শে সেপ্টেম্বর পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার ঘেষে, সূর্য থেকে করোনাল মাস ইজেকশনের(CME) ফলে G2 লেভেলের ঝড় বইতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।
কি এই জিও ম্যাগনেটিক ঝড়? জিও ম্যাগনেটিক ঝড় হলো এমন এক মহাজাগতিক ঘটনা যা মহাকাশে আবহাওয়াজনিত গোলযোগের কারণে ঘটে। যার ফলে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে বিদ্যমান স্যাটেলাইট আর ইলেক্ট্রিসিটি পরিষেবা কার্যত এলোমেলো হয়ে যায়। এই ঝড়ের পরিমাপ করা হয় G1 থেকে G5 স্কেলের মধ্যে। G1 গতিসম্পন্ন ঝড় দুর্বল হয়। তবে G5 ঝড়ের ভয়াবহতা সাংঘাতিক। প্রতিনিয়তই সূর্যে বিপুল পরিমাণ শক্তি বিনিময়ের ফলে অতিচুম্বকীয় কণা বা প্লাসমা, ইতিউতি ছুটে বেড়ায় সৌরজগতে। যা কি না এই ঝড়ের উৎস। আর এবার সূর্য থেকে আগত সেই বিপুল অতিচুম্বকীয় কণার বিছুরণের ফলে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
ঝড় এখনো আছড়ে না পড়লেও, লাস্যময়ী অরোরা তার চোখ ধাঁধানো নৃত্যে ইতিমধ্যেই বস করেছে আইসল্যান্ডের এক প্রান্তকে। গত রাতে, একটি ছোট ভূ -চৌম্বকীয় ঘটনায় ক্যামেরাবন্দি হয় অরোরার মনোরঞ্জন করার সেই ছবি।
ব্যুরো রিপোর্ট