Trending

অনলাইনে জিনিস কেনা এখন শুধু ট্রেন্ড নয়। বরং অভ্যাসেও দাঁড়িয়ে গিয়েছে। আর এই অনলাইন ব্যবসায় কার্যত ছড়ি ঘোরাচ্ছে যে দুটো কোম্পানি, তারা অ্যামাজন এবং ফ্লিপকার্ট। এই দুটো সংস্থার প্রতিদ্বন্দ্বিতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে অন্যান্য ই-কমার্স সাইটগুলো সেভাবে মানুষের কাছে পৌঁছতেই পারে না। কিন্তু একটু যাচাই করলেই বোঝা যাবে অনামি ই-কমার্স সাইটের সঙ্গে এই দুটো ই-কমার্স সাইটের মূল্যের ফারাক। অর্থাৎ একজন ক্রেতা অনামি একটি ই-কমার্স থেকে জিনিস কিনলেই যে ঠকবেন, এই বিশ্বাসটুকু বর্জন করাই যায়। কারণ আজ আপনাদের এমন একটি ই-কমার্স সাইটের কথা বলব, যার সম্পর্কে মানুষ তেমন একটা পরিচিত নন।
জেম। বা গভর্নমেন্ট ই-মার্কেট প্লেস। এই ই-কমার্স সাইটটি পুরোপুরিভাবে সরকারের দ্বারাই চালিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই ই-কমার্স সাইটটি সম্পর্কে আমরা তেমন একটা কেউ ওয়াকিবহাল নই। উইকিপিডিয়া বলছে, ২০১৬ সাল থেকে এই জেমের যাত্রা শুরু। কিন্তু এই যাত্রাপথ তেমন একটা সুখের নয়। আপনি জেনে অবাক হবেন, জেমে আপনি এমন কিছু পণ্য পাবেন যা সময়ে সময়ে অ্যামাজন বা ফ্লিপকার্টের সেলকেও টেক্কা দিতে পারবে। তবে দাম কম হওয়ার কারণে চিন্তার কিছু নেই। কারণ দাম কম মানেই মান খারাপ হবে এমন তো নয়। বরং সেরা মানের পণ্য পেতে পারেন এখান থেকেও। কম্পিউটার, অফিস সাপ্লাই, সফটওয়্যার, ফার্নিচার, অটোমোবাইল। কি নেই এখানে।
সরকারের চালিকাশক্তি থাকলেও বেসরকারি ই-কমার্স সাইটগুলির র্যাটরেসে কার্যত পিছিয়ে পড়েছে এই সাইটটি। কেন? ক্রেতাদের মধ্যে তেমনভাবে পৌঁছতে না পারার সেই কারণটা অজানাই থাক। বরং মানুষের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়ার দায়িত্বটুকু তো পালন করা যেতেই পারে।
ব্যুরো রিপোর্ট