Market

কেন্দ্রের পূর্বাভাস ছিল ৮ শতাংশ। অতটা না হলেও জিডিপি সঙ্কুচিত হয়ে নামল ৭.৩ শতাংশে। ভাঙল ৪০ বছরের রেকর্ড। সৌজন্যে অতিমারি।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৭৯-৮০ সালে অর্থনীতিতে সঙ্কোচন হয়েছিল ৫.২ শতাংশ। সেই রেকর্ড ভেঙে দিল এই সঙ্কোচন। গত বছর গোটা দেশ যখন কার্যত তালাবন্দি হয়ে যায়, তখন কারখানায় উৎপাদন কমে আসে ৭.২ শতাংশে, নির্মাণ ক্ষেত্রে সঙ্কোচন আসে ৮.৬ শতাংশে। অর্থনীতি কোনক্রমে দাঁড়িয়ে থাকে কৃষির ওপর। সেই ক্ষত সারতে না সারতেই সেকেন্ড ওয়েভ।
অর্থবর্ষের শেষ তিনটি মাসে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বৃদ্ধি ১.৬ শতাংশ হয়েছে। কিন্তু জিডিপি সঙ্কোচনের ধাক্কা খেয়েইছে। ফলে জিডিপির বৃদ্ধি সামান্য হলেও যে অর্থনীতির চাকা যে ছন্দে ফিরছে সেটা এখনই বলা সম্ভব নয়।
ব্যুরো রিপোর্ট