Market

মৎস্যজীবীদের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণের কথা জানালেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান যোগরঞ্জন হালদার। গঙ্গাসাগর, বকখালি এলাকার মৎস্যজীবীদের জন্য সাইক্লোন শেল্টার সহ হেল্থ সেন্টার তৈরির পরিকল্পনার কথা জানালেন তিনি। বৃহস্পতিবার জি বি ডি এ-র অফিসে প্রথম বৈঠক করে এই পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন।
গঙ্গাসাগর এবং বকখালি এলাকা সাইক্লোনের আঘাতে বেশ কয়েকবার পঙ্গু হয়েছে। বিধ্বস্ত হয়েছেন এলাকাবাসী সহ মৎস্যজীবীরা। অনেকেই হারিয়েছেন ঘর, আবার অনেকেরই ভেঙে পড়েছে স্বাস্থ্য। আবারও সেই চরম দুর্ভোগের মধ্যে যাতে মৎস্যজীবীদের না পড়তে হয়, সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন যোগরঞ্জনবাবু।
এছাড়াও বকখালিতে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। যা পর্যটকের অভাবে কার্যত ধুঁকছে। সেখানে কয়েকটি কুমির এবং হরিণ ছাড়া আর কিছুই নেই। অন্য জায়গা থেকে প্রাণী এনে সেটি আরও আকর্ষণীয় করে তোলার ভাবনাচিন্তাও রয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান শক্তি মন্ডল, পর্ষদের একজিকিউটিভ অফিসার শম্ভুদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা।
ব্যুরো রিপোর্ট