Daily
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের দ্বারকেশ্বর নদীর কাছে ছোট্ট একটা গ্রাম গো। যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সমগ্র দেশকে গ্রাস করেছে সেখানে ইন্দাস ব্লকের গোবিন্দপুরে গাজন উৎসব মানবতার এক উজ্জ্বল নির্দশন হয়ে রয়েছে ।এই গ্রামে শুরু হয়েছে সেখ ভাইদের গাজন উৎসব ।চলবে তিন দিন ধরে। শেষ দিনে পঙতি ভোজনের আয়োজন ।সমস্ত খরচ বহন করে সেখ ভাইদের বংশধর। সেখ ভাইদের বংশধর জিয়া আলম বলেন, পূর্বপুরুষ সেখ ইয়াকুব, সেখ ইউসুফ ও সেখ এহিয়া এই গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, পাত্রসায়ের রাণীর জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিল এই তিন ভাই। পাতা কুড়োতে কুড়োতে দেখেন সুন্দর পাথর পড়ে আছে। তখন তারা পাথরটিকে গাড়িতে চাপিয়ে নেয়। গ্রামে প্রবেশ করার মুখেই শিব মন্দির। এখানেই গাড়িটি দাঁড়িয়ে যায়। অনেক চেষ্টা করেও গাড়ি আর চালানো যায়নি। রাতে ঐ তিন ভাই স্বপ্ন দেখেন। আমায় এখানে প্রতিষ্ঠা কর। তারপর দিন সকালে উঠেই গ্রামের পুরোহিতদের ডেকে এনে মন্দির প্রতিষ্ঠা করানো হয়। তারপর থেকেই শুরু হল এই গ্রামে গাজন। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই গাজন দেখতে। স্থানীয় বাসিন্দা কাজী সমসের রহমান বলেন, গোবিন্দপুর এ এটি একটি ঐতিহ্যবাহী উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল নির্দশন হয়ে রয়েছে ।২০০ বছর ধরে পালন করে আসছে শেখ ভাইয়েরা।
বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট