Academy

গেট অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং নামক এই পরীক্ষার সঙ্গে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা ভীষণভাবে পরিচিত। দেশের সব স্নাতক উত্তীর্ণ ইঞ্জিনিয়ার ও সায়েন্স বিভাগের পড়ুয়াদের মাস্টার ডিগ্রি ও পিএইচডি অর্জন করার এন্ট্রান্স পরীক্ষা হল এই গেট।
আপনি কী আগামী বছর এই গেট পরীক্ষা দিতে চান? এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করার সুযোগ পেয়ে যাবেন।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু, গেট ২০২৪ পোর্টাল gate2024.iisc.ac.in ওপেন করেছে। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে এই পরীক্ষার রেজিস্ট্রেশন। এই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন পত্রে যদি কোন ভুল থাকে তাহলে ৭ থেকে ১১ নভেম্বরের মধ্যে তা সংশোধন করতে হবে। ২০২৪ এ গেট পরীক্ষার সম্ভাব্য দিন হল ৩,৪,১০,১১ ফেব্রুয়ারি। আগামী বছর ১৬ মার্চ এই পরীক্ষার ফল প্রকাশ হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুসারে প্রার্থীরা সরকারি ও স্বীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বছরে একবারই এই পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষায় পাশ করার পর প্রার্থী যে নম্বর পাবেন তা পরের তিন বছরের জন্য তা গ্রহণযোগ্য হয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ