Market

ক্রমশই মহার্ঘ্য হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। আজ, ১ জুলাই থেকে আবারও দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু দাম বাড়ছে ২৫ টাকা ৫০ পয়সা। যা রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। আগে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে হত ৮৪৬ টাকায়। বর্তমানে ভর্তুকি বাদ দিয়ে সেই সিলিন্ডার কিনতে হবে ৮৬১.৫০ টাকায়। গৃহস্থের প্রয়োজনে জন্য ব্যবহৃত এই সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের। সেক্ষেত্রেও দাম একধাক্কায় ৮৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬২৯ টাকায়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ে ২৫ টাকা। এরপর মূল্যবৃদ্ধি হয় আরও ৪০ টাকা। এপ্রিলে একটু কমলেও ফের বাড়ল দাম। শেষ ছ’মাসে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১৪০ টাকা মত। এমনিতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয় প্রতি মাসের শুরুতেই। সেইদিক থেকে দেখতে গেলে এবারেও তার ব্যতিক্রম হল না। ফলে চিন্তার ভাঁজ পড়ল মধ্যবিত্তের কপালে।
ব্যুরো রিপোর্ট