Trending

একে তো বেলাগাম মূল্যবৃদ্ধি- বাজার আগুন। আর তার মধ্যেই বাড়ল ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি সিলিন্ডারে ৭ টাকা বৃদ্ধি যেখানে গতমাসে ৮৫ টাকা কমেছিল এই গ্যাসের দাম।
দেশের তেল বিপণন সংস্থাগুলির তথ্য অনুসারে ২০২২ সালে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হয়েছিল ৪ বার। কিন্তু এবছর গৃহস্থের রান্নার গ্যাসের দামে এখনো কোন পরিবর্তন হয় নি। কলকাতাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ১০২৯ টাকা।
গত তিন মাসে বানিজ্যিক গ্যাসের দাম এই প্রথম বৃদ্ধি পেল। প্রধানত হোটেল, রেস্তোরাঁ তে এই গ্যাস ব্যবহার হয়। দিল্লীতে এই বানিজ্যিক গ্যাসের দাম ১৭৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৮০ টাকা। মুম্বাইতে ১৭৪০.৫০ টাকায় পাওয়া যাবে এই গ্যাস। আর কলকাতা? হ্যাঁ, কলকাতাতেও বেড়েছে এই গ্যাসের দাম। বেড়ে হয়েছে ১৯০২ টাকা।
খুব স্বাভাবিক ভাবেই হোটেল ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি রেস্টুরেন্ট চালানো সাধারণ মানের ব্যবসায়ীরা এতে ভীষণ ভাবে আতঙ্কিত। তাদের আশঙ্কা এবার পর পর দাম বাড়তে থাকবে না তো? যদিও রান্নার গ্যাসের দাম বাড়েনি কিন্তু তবুও এই বানিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষও পরোক্ষ ভাবে কিছুটা প্রভাবিত হবেন। কারণ বানিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল ব্যবসায়ীরা খাবারের প্লেটের দাম বাড়াতে হবে আর তা কিনতে গিয়ে সাধারণ মানুষের খরচ বাড়বে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ