Daily

শিব শঙ্কর চ্যাটার্জী,বালুরঘাট : আজ ২২শে মার্চ , বিশ্ব জল দিবস। বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী নদীর নব্যতা দিন দিন নানা কারনে ক্রমেই কমে আসছে। তারমধ্যে অন্যতম কারন শহরের নানান প্রান্ত থেকে এসে জড় হওয়া জঞ্জাল। সেই জঞ্জালের জটে একদিকে ক্রমেই যখন আত্রেয়ী তার নিজের নব্যতা ও খরস্রোত হারাচ্ছে। অন্যদিকে এই সব জমে থাকা জঞ্জালের কারনে শহরে পরিবেশ দুষিত হয়ে পড়ছে। সেদিকে তাকিয়েই বিশ্ব জল দিবসকে সামনে রেখে আজ বালুরঘাটে আত্রেয়ী নদীর জঞ্জাল সাফাই অভিযানে হাত লাগালেন শহরের বিশিষ্ট আইনজীবি শেখর দাস গুপ্ত। সম্পুর্ন অরাজনৈতিক সংস্থ্যার পক্ষ থেকে সোমবার সকালে বালুরঘাট শহরের কল্যানী সিনেমা হল পাড়ার আত্রেয়ী নদীর ঘাটে এই জঞ্জাল অভিযানে সামিল হন শেখর দাস গুপ্ত সহ অনান্য এলাকাবাসী।
শেখর দাস গুপ্ত জানান আজকের এই বিশ্ব জল দিবসে সারকারের দৃষ্টি আকর্ষন করতে তিনি প্রতিকি এই জঞ্জাল সাফাই করে এলাকাকে পরিবেশ দুষন থেকে রক্ষা করার প্রয়াস চালালেন। বিভিন্ন পরিবেশ প্রেমী সংস্থ্যার সঙ্গে পরামর্শের পাশাপাশি স্থানিও বাসিন্দাদের কাছ থেকেও এব্যাপারে মতামত নিয়ে আত্রেয়ীকে রক্ষার পাশাপাশি তিনি পরিবেশ দুষন থেকে বালুরঘাটকে রক্ষা করার কাজ চালিয়ে যাবেন।