Daily

দীর্ঘদিন ধরে করোনার কারণে আটকে রয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র মুক্তি। তবে শেষপর্যন্ত ঘোষিত হল ছবি মুক্তির তারিখ। আগামী ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি।
ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও আবারও করোনার তৃতীয় ঢেউয়ে আটকে যায় বেশ কিছু ছবির মুক্তির দিন। স্বভাবতই ছবিটি কিভাবে, কোন মাধ্যমে রিলিজ করা হবে সেই নিয়ে চলছিল চাপানুতর। অবশেষে সব জল্পনা কাটিয়ে ফেব্রুয়ারীর ২৫ তারিখে রিলিজ হবে এই সিনেমা।
মুম্বইয়ের কামাঠিপুরামের পতিতা গাঙ্গুবাঈয়ের লড়াই ও উত্থানের গল্প গাঙ্গুবাই। দারুণ দাপুটে চরিত্র। সঞ্জয় লীলা বনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। অতি পরিচিত জাঁকজমক তো অবশ্যই থাকবে সঞ্জয়ের এই ছবিতেও। ছবির নতুন মুক্তির তারিখ জানতে পেরে স্বাভাবিক ভাবেই খুব খুশি আলিয়া অনুরাগীরা।
গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র সঙ্গে আলিয়ার আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেমন এস এস রাজামৌলির ‘আর আর আর’, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র।
অনেকদিন ধরেই শুটিং চলেছে এই ছবির। কিন্তু করোনার কারণে বারবার পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। ছবির শুটিং চলাকালীন করোনায় আক্রান্তও হন সঞ্জয় ও আলিয়া। ছবিতে রয়েছেন অজয় দেবগণও। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর পর ফের ভনসালীর সঙ্গে কাজ করেছেন অজয়।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছবি মুক্তির তারিখ প্রকাশ করেছে সঞ্জয়ের প্রযোজনা সংস্থা। এছাড়াও ৭২তম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র। এখন দেখার করোনার ধাক্কা কাটিয়ে গাঙ্গুবাই কতটা জায়গা করে দর্শক মনে। আর সঞ্জয় লীলা বনসালীর সিনেমা আবারও ব্যবসায়িক দিক থেকে ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় দাঁড় করাতে পারে কিনা। সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট