Prime
Daily
গঙ্গাসাগরের মেলা শেষ, আগুনে ছাই অস্থায়ী হাসপাতাল
By BPN DESK | January 17, 2022
Daily
ভয়াবহ আগুন লাগল গঙ্গাসাগর মেলার অস্থায়ী হাসপাতালে। পুড়ে ছাই লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী। মেলার দিকে তাকিয়ে কাকদ্বীপে এই অস্থায়ী হাসপাতালটি তৈরি করা হয়েছিল হোগলা দিয়ে। হাসপাতালের ভিতরে মজুত করে রাখা ছিল অক্সিজেন সিলিন্ডার, ওষুধ ও চিকিৎসা সামগ্রী। মেলা শেষ হয়ে যাওয়ায় মেলা প্রাঙ্গন ছিল ফাঁকা। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও শনিবার এই অস্থায়ী হাসপাতাল ছেড়ে চলে যান। তাই রবিবার হাসপাতালে আগুন লাগলেও প্রাণহানির মত কোন দুর্ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মনে করা হচ্ছে, সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আজকের বিস্তারিত তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে।
নবাব মল্লিক
গঙ্গাসাগর