Daily

একদিকে যখন করোনা সংক্রমণ লাফ দিয়ে বাড়ছে, স্কুল, কলেজ, আদালত বন্ধ নিয়ে চলছে বিস্তর জলঘোলা তখনই শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা আয়োজনে সায় দিল কলকাতা হাইকোর্ট। আর এই রায় দিতেই সমাজের একাংশ ক্ষোভে ফেটে পড়েছে। তাঁদের আশঙ্কা এই মেলা হলে কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
তবে মেলা হচ্ছে শুনে আরেকদিকে খুশির হাওয়া মেলায় আগত ব্যবসায়ীদের মুখে। কোভিড পরিস্থিতি তে যখন সবকিছু টালমাটাল তখন এইটা মেলা তাঁদের কিছুদিনের অন্ন জোগান টুকু দিতে পারবে বলে আশাবাদী তারা। তাই মেলায় আগত সন্ন্যাসী থেকে ব্যবসায়ী সকলেই কোভিড বিধি মেনে মেলা চালানোর আর্জি জানিয়েছেন পুণ্যার্থীদের কাছে। কি বলছেন তাঁরা শুনুন।
ব্যুরো রিপোর্ট