Daily
করোনা আতঙ্কের মধ্যেই শেষ হল গঙ্গাসাগর মেলা। অসুস্থ হয়ে পড়া, এয়ার লিফটিংয়ের মত দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মোটের উপর মেলা নির্বিঘ্নেই শেষ করল প্রশাসন। এবারের গঙ্গাসাগর মেলায় সবথেকে বড় চমক ছিল কৃষি দফতরের পক্ষ থেকে। সুন্দরবন লাগোয়া দুই ২৪ পরগনা ছাড়াও উপকূলবর্তী দুই মেদিনীপুরে বিস্তীর্ণ চাষযোগ্য জমিগুলিতে ইয়াস এবং জাওয়াদের ক্ষতি ছিল চোখে পড়ার মত। ধানের ক্ষতিতে চিরস্থায়ী সমাধান নিয়ে কৃষি দফতর গঙ্গাসাগর মেলায় চাষিদের মধ্যে ব্যপক প্রচারের জন্য স্টল বানায়। সেই স্টলে ফোকাস ছিল নোনা স্বর্ণধান।
সাগরমেলাকে যেহেতু মিনি ভারত বলা হয়, এই স্টল থেকে দেশের নানান প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের মধ্যে যারা কৃষক ছিলেন, তাঁদেরকে উপকুলি আবহাওয়ায় মানানসই নোনা স্বর্ণধানের গুণাগুণ নিয়ে প্রচার চালানো হয় এই স্টল থেকে। দেখুন এবারের সাগরমেলায় কৃষি দফতরের সবথেকে বড় চমক নোনা স্বর্ণধানের স্টলের ছবি শুধুমাত্র বিজনেস প্রাইম নিউজে। আর দফতরের আধিকারিক কি বলছেন? শুনুন।
সাগরমেলায় দাঁড়িয়ে যিনি কৃষি দফতরের এই গোটা কর্মকাণ্ডটাকে ক্যামেরাবন্দি করলেন, আমাদের সেই প্রতিনিধি রইলেন এই বেনজির ঘটনার সাক্ষী।
নবাব মল্লিক
গঙ্গাসাগর