Daily

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ এবং কাল গঙ্গাসাগরের পুণ্যার্থীরা স্নান করে ফিরে যাবেন যে যার জায়গায়। আজ সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে সাগরে পুণ্যার্থীদের ঢল নামে। কোভিড বিধি মেনে অনেকেই যেমন স্নান করছেন তেমন অনেকেই আবার তোয়াক্কা করছেন না কোভিডের।
গতকাল বিকেল থেকে সাগরে একটু একটু করে ভিড় বাড়তে থাকে পুণ্যার্থীদের। সঙ্গে সঙ্গে সতর্ক থাকে প্রশাসনও। এখনো পর্যন্ত প্রশাসনের হিসাব অনুযায়ী, সাড়ে তিন লক্ষেরও বেশি পুণ্যার্থী জমায়েত হয়েছেন পুণ্যস্নান উপলক্ষ্যে। এদিন ভোর থেকেই বৃষ্টি মাথায় নিয়ে পুণ্যার্থীরা পুণ্য লাভের আশায় ডুবকি লাগাতে থাকেন। দেখুন আজকে সকালে সাগরে সেই পুণ্যস্নানের এক্সক্লুসিভ ছবি।
সকাল থেকেই একেবারে সাগরমেলায় নেমে পুণ্যার্থীদের সচেতন করার কাজে নেমেছেন হাইকোর্ট নিযুক্ত প্রতিনিধি সমাপ্তি চট্টোপাধ্যায়।
এদিকে যাতে কোনরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে নদীতে টহলদারি।
করোনা আতঙ্কের মধ্যে যারা সাগরে আজ স্নান করলেন কী বলছেন তারা শুনুন।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবার যেমন লোকজন এসেছেন তেমনি পড়শি বিভিন্ন দেশ থেকে মানুষ ভিড় করেছেন একটু পুণ্য লাভের আশায়। আজকাল কিভাবে মানুষকে সচেতন করে পুণ্যার্থীদের নিরাপদে বাড়ির রাস্তা ধরাতে পারবে প্রশাসন সেটাই এখন দেখার।
সাগর থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ