Daily

এই দক্ষিণ আফ্রিকার মাটি থেকেই তাঁর পলিটিকাল কেরিয়ারের উত্থান। এবং এই দক্ষিণ আফ্রিকার মাটিই তাঁর বিশ্বব্যপী অহিংস আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ। আজ সেই দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাঁরই বংশধরকে একেবারে হাজতবাসের সাজা দিল সেখানকার আদালত। তার নাম আশিসলতা রামগোবিন্দ, সম্পর্কে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী। সাজার মেয়াদ সাত বছর। একেবারে কারাগারের পেছনেই থাকার নির্দেশ দিল ডারবান হাই কোর্ট।
জানা গিয়েছে, এসআর মহারাজ নামক এক ব্যবসায়ীর থেকে মাল রফতানির নাম করে ৬২ লক্ষ টাকা ধার নেন আশিসলতা। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, আশিসলতা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলেছেন। এরপরেই আদালতের দ্বারস্থ হন মহারাজ। ২০১৫ সালে এই মামলা শুরু হয়। সেই সময় ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড় পেয়েছিলেন আশিসলতা। কিন্তু এরপর আর কোনভাবেই নিজেকে বাঁচাতে পারলেন না তিনি। সোমবার মামলার শুনানি পর্ব শেষ হয় আশিসলতাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়ে। নির্দেশ দেন ডারবান স্পেশালাইজড কমার্শিয়াল হাই কোর্ট।
উল্লেখ্য, আশিসলতা বিখ্যাত মানবাধিকার কর্মী ইলা গান্ধীর কন্যা। আর ইলা গান্ধী হলেন মণিলাল গান্ধীর মেয়ে যিনি মহাত্মা গান্ধীর দ্বিতীয় সন্তান। স্বাভাবিকভাবেই, যে পরিবারের সঙ্গে স্বয়ং মহাত্মা গান্ধী জড়িয়ে সেই পরিবারের কন্যা হয়ে এমন প্রতারণা করার কারণে হতবাক সকলেই।
ব্যুরো রিপোর্ট