Prime
Daily
জলের তলায় গন্ধেশ্বরী নদীর ব্রিজ।
By Business Prime News | June 17, 2021
Daily
গতকাল সারারাত ধরে অত্যধিক পরিমাণে বৃষ্টি হওয়ায় ছাতনা ব্লকের গন্ধেশ্বরী নদীর সেতু এখন জলের তলায়। শুশুনিয়া থেকে ছাতনা যাওয়ার মধ্যে পড়ে এই গন্ধেশ্বরী নদীর ব্রিজ। এই জায়গা নদীঘাট নামে পরিচিত। এর আশেপাশে পারুলিয়া, বিসকোদর, পেঁচাশিমুল এইসব গ্রামগুলির অবস্থিত । এই অঞ্চলের অধিবাসীদের যাতায়েতের একমাত্র ভরসা এই গন্ধেশ্বরী নদীর ব্রিজ। এখন কার্যত জলবন্দী এলাকার বাসিন্দারা। একে লকডাউন ,তার উপর অতিবৃষ্টিতে রুজিরুটিতে টান পরছে সাধারণ খেটেখাওয়া মানুষদের । এই ব্রিজ জলের তলায় চলে যাওয়ায় সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে যানচলাচল পরিষেবা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে অসুবিধার সম্মুখীন এলাকাবাসী । স্থানীয় মানুষের কথায় “ব্রিজটির যেহেতু উচ্চতা কম, তাই যেদিন একটু বেশি বৃষ্টি হয়, সেদিনই ব্রিজটি জলের তলায় চলে যায়
আব্দুল হাই, বাঁকুড়া