Daily

একদিকে করোনার প্রভাবে লকডাউনের জের অন্যদিকে, পেট্রোপণ্যের মূল্য আকাশ ছোঁয়া। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত । এরপর দু’দিন স্থির থাকার পরে আবার বাড়লো পেট্রো পণ্যের দাম। ২০২১ সালের ১৫ জুলাই বৃহস্পতিবার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। এরপর আবারো ১৭ জুলাই দাম বাড়লো পেট্রো পণ্যের।দেশজুড়ে পেট্রোলের মূল্য নতুন করে রেকর্ড ছুঁলো। জাতীয় রাজধানীতে পেট্রোলের দাম ৩৫ পয়সা এবং ডিজেলের দাম ১৫ পয়সা বেড়েছে।
সর্বশেষ মূল্য সংশোধনীর পরে, দিল্লিতে পেট্রোল জুলাই মাসে প্রতি লিটার ১০১.৫ টাকায় বিক্রি হচ্ছে এবং ডিজেল ৮৯.৮৭টাকায় বিক্রি হচ্ছে। আর্থিক রাজধানী মুম্বাইয়ে এখন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৭.৫৪ টাকা,ডিজেলের দাম .৪৯.৪৫ টাকা।
জুলাই মাসে পেট্রোলের দাম অষ্টম বৃদ্ধি চিহ্নিত করেছে।অন্যদিকে ডিজেল পাঁচবার বাড়িয়ে একবারই হ্রাস পেয়েছে। জুনে, পেট্রোল এবং ডিজেল উভয়ের দামই ১৬ বার বাড়ানো হয়েছিল যা মে মাসেও ১৬ বার বাড়ানো হয়েছিল। পাঁচটি মূল রাজ্যে বিধানসভা নির্বাচনের সাথে তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ১৮ দিনের ব্যবধান শেষ করে তাদের মূল্য সংশোধন পুনরায় চালু করার পরে ৪ঠা মে থেকে দাম বেড়েছে । এই সময়ের মধ্যে, পেট্রোলের দাম প্রতি লিটারে ১১.১৪ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নয়াদিল্লিতে ডিজেল ৯.১৪ টাকা বেড়েছে।
মে মাসের ৪ তারিখের পর থেকে রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, লাদাখ, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে।
ভোপাল প্রথম শহর যেখানে মে মাসে পেট্রোলের দাম তিন অঙ্কের সংখ্যা পার করেছিল। এরপরে বেড়েছিল জয়পুর ও মুম্বইয়ে । জুনেই এই তালিকায় যোগ হয় হায়দরাবাদ ,বেঙ্গালুরুর, পাটনা, তিরুবনন্তপুরমের মতো আরও অনেক শহর। । চলতি মাসের শুরুতেই দিল্লি , কলকাতার পাশাপাশি চেন্নাই হলো তালিকার সর্বশেষ সংযোজোন যেখানে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।
এরপর রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর হার দেশের মধ্যে সবচেয়ে বেশি যেখানে পেট্রোল ১১২.৯৯ টাকা প্রতি লিটারে। জুনে ডিজেল এখানে তিন অঙ্কের ছোঁয়া পেয়েছে এবং বর্তমানে প্রতি লিটারে ১০৩.১৫ টাকায় বিক্রি হচ্ছে, (ইন্ডিয়ান অয়েল)।
স্থানীয় ট্যাক্সেশন (ভ্যাট) এবং ফ্রেইট চার্জের উপর নির্ভর করে দেশে অটো জ্বালানির দাম কেন্দ্রে ও রাজ্যে আলাদা। এ ছাড়াও কেন্দ্রীয় সরকার অটো জ্বালানির উপরে একটি শুল্ক আদায় করে।
আন্তর্জাতিক বাজারে, বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম প্রায় এক শতাংশ কমেছে, ওপেকের শীর্ষ উৎপাদকদের মধ্যে সমঝোতার পরে জ্বালানির শেয়ার কমে যাওয়ায় এবং মার্কিন জ্বালানীর শেয়ার বেড়ে যাওয়ায় বিশ্বের বৃহত্তম ভোক্তাদের চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আসুন দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন শহরে এক লিটার পেট্রোল এবং ডিজেলের মূল্য কত
নয়াদিল্লি – পেট্রোল -101.54 ডিজেল -89.87
মুম্বই-পেট্রোল- 107.54 ডিজেল- 97.45
কলকাতা-পেট্রোল- 101.74,ডিজেল- 93.02
চেন্নাই-পেট্রোল-102.23, ডিজেল 94.39
বেঙ্গালুরু – পেট্রোল- 104.94, ডিজেল 95.26
হায়দরাবাদ- পেট্রোল- 105.52, ডিজেল- 97.96
পাটনা- পেট্রোল- 103.91,ডিজেল- 95.51
ভোপাল- পেট্রোল- 109.89 98.67
জয়পুর- পেট্রোল- 108.40, ডিজেল- 99.02
লখনউ-পেট্রোল- 98.63,ডিজেল- 90.26
তিরুবনন্তপুরম- পেট্রোল 103.52, ডিজেল- 96.47
(সূত্র: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন)
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।