Jobs

চাকরির অপেক্ষায় রয়েছেন তাই তো? কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন, বুঝে উঠতে পারছেন না বুঝি? চিন্তা করবেন না। আপনার জন্য রইলো জিএআইএল ইন্ডিয়াতে চাকরির দুর্দান্ত সুযোগ। একেবারে হাতছাড়া করবেন না কিন্তু। চিফ ম্যানেজার এবং সিনিয়র অফিসার পদে আবেদন পত্র গ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন পত্র জমা নেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি।
কি চিন্তা করছেন? আবেদন কিভাবে করবেন? আবেদন করতে হবে অনলাইনেই। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। https://gailonline.com/careers/currentOpnning/CareerOpportunitiesinMedicalServices/DetailedAdvtMedicalServicesEnglish.pdf রইল আবেদনের লিংক। একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচিত করবে প্রতিষ্ঠানটি। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণির জন্য আবেদন ফি দিতে হবে ২০০ টাকা। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদন একেবারে বিনামূল্যে।
আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা! আসুন জেনে নেওয়া যাক কি কি যোগ্যতার কথা বলেছে প্রতিষ্ঠানটি। চিফ ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে জেনারেল মেডিসিনে এমবিবিএসের সঙ্গে এমডি অথবা ডিএনবি ডিগ্রি থাকা আবশ্যক। অন্যদিকে সিনিয়র অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকা জরুরি।
ব্যুরো রিপোর্ট