Daily

নতুন বছরে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পেতে কলকাতা, নিউটাউনের সঙ্গে দৌড়ে পা মেলাতে পারে দুর্গাপুরের গোপালপুর, হুগলির পাণ্ডুয়াও। এবার রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা গেলের পাইপলাইন প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগানের পথ ফের খুলছে। আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা-সহ রাজ্যের ১০টি জেলায় গাড়ির জ্বালানি (সিএনজি) এবং রান্নার জন্য বাড়িতে বাড়িতে তা সরবরাহের বরাত পেয়েছে আইওসি-আদানি গোষ্ঠীর কনসোর্টিয়াম (আইওএজিপিএল), হিন্দুস্থান পেট্রোলিয়াম (এইচপিসিএল) এবং বেঙ্গল গ্যাস কোম্পানি (বিজিসিএল)। ইতিমধ্যে কয়েকটি সিএনজি স্টেশন চালু করেছে এই সংস্থাগুলি। চলছে বাড়িতে গ্যাস জোগানের জন্য পাইপলাইন পরিকাঠামো তৈরির কাজ।
বিজিসিএল সূত্রের খবর, গেইলের পাইপলাইন আসতে সময় লাগলেও এসার গোষ্ঠীর কাছ থেকে আপাতত বিশেষ ট্রাকে পৌঁছে যাচ্ছে কোল বেড মিথেন গ্যাস। সেগুলি কলকাতার সিএনজি স্টেশনগুলিতে পাঠাচ্ছে গেইল। একই পদ্ধতিতে জানুয়ারিতে কলকাতার বড় কয়েকটি আবাসনে সেই গ্যাসের জোগান দেবে বিজিসিএল।
ব্যুরো রিপোর্ট