Daily

লাভদায়ক চাষগুলির মধ্যে অন্যতম হচ্ছে কলা চাষ। আর সেটা যদি জৈব পদ্ধতিতে চাষ করা জি ৯ কলা হয়, সেক্ষেত্রে মুনাফার অঙ্কটা হয়ে যায় দ্বিগুন। ঠিক সেই কারণেই জি ৯ কলা চাষে আগ্রহ বাড়ছে মালদার কৃষকদের।
জি ৯ কলা চাষ করে কম পরিশ্রমে চাষি ভাইরা পেয়ে যাচ্ছেন ডবল মুনাফা। বিক্রিও হচ্ছে বেশ ভালো। আর চাহিদাও রয়েছে আকাশছোঁয়া। কাজেই জি ৯ কলা চাষ করে বিক্রির বাজার ধরতে বিশেষ বেগ পেতে হয় না চাষি ভাইদের। নিজেদের ১০০ হেক্টর জমিতে গত ১ বছর ধরে চাষ করছেন তারা। লাভের মুখও দেখছেন বেশ হালই। তাই স্থানীয় হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় জি ৯ কলা চাষে আগ্রহ দেখাচ্ছেন মালদা জেলার স্থানীয় চাষিরা।
মানের দিক থেকে উচ্চমানের হওয়ায়, জি ৯ কলার চাহিদা রয়েছে বিদেশের বাজারেও। সাধারণ কলার থেকে জি ৯ কলার চাষে মুনাফার পরিমাণটা ঠিক কিরকম থাকে? সে বিষয়ে বিস্তারিত জানালেন সংশ্লিষ্ট দপ্তরের উপ-আধিকর্তা সামন্ত লায়েক।
ইতিমধ্যেই এই জি ৯ কলা চাষ করে উপকৃত হয়েছেন প্রায় ৬৫০ জন কৃষক। ভবিষ্যতে যাতে চাষি ভাইরা আরও বেশি পরিমানে লাভের মুখ দেখতে পারেন সেদিকেই ২৪ ঘণ্টা নজর রেখেছে স্থানীয় হর্টিকালচার ডিপার্টমেন্ট।
বিক্রম লাহা
মালদা