Daily
বসুধৈব কুটুম্বকম’-One Earth. One Family. One Future. এটাই এবারের জি-২০ বৈঠকের থিম। এবারের জি-২০ বৈঠকের নেতৃত্বে ছিল ভারত। ২০২২ এর ডিসেম্বর থেকে শুরু করে রোটেশনালি ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় এবারের গ্রুপ অফ ২০-এর বৈঠক, যার মধ্যে অন্যতম ছিল কোলকাতা। গত ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কোলকাতায় অনুষ্ঠিত হয় জি-২০ সামিট। আর এই সামিটকে কেন্দ্র করে কোলকাতা সেজে উঠেছিল তার নিজস্ব ডঙে, নিজস্ব আদপকায়দায়। তিন দিনের এই বৈঠকের মূল আলচ্য বিষয় ছিল, ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম। যার মূল লক্ষ্য হল- প্রান্তিক মানুষদের ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে নিয়ে এসে ব্যক্তিগতভাবে তাদের এবং জাতীয় আয় বাড়ানো।
সেই লক্ষ্য নিয়েই গত ১০ জানুয়ারি, সামিটের দ্বিতীয় দিনে কোলকাতা নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল ডিজিটাল লিটারেসি ফর অগমেন্টিং ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুসিভ শীর্ষক সেমিনার। ডিজিটাল ভারতের বিভিন্ন পরিষেবা যেমন- ডিজিটাল ব্যাঙ্কিং, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল ইন্স্যুরেন্স, ডিজিটাল ইনভেস্টমেন্ট, ফ্রড প্রোটেকশনের মতো বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়। কোলকাতা ও তার পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের মত ১৮৫০ জন ছাত্রছাত্রী এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন। মূলত তাদের মধ্যেই এই বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্লাইড মারফৎ পাঠ দেওয়া হয়।
এদিনের এই সেমিনারের উদ্বোধন করেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড, নীতি আয়োগ, ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন, রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিরাও।
সুব্রত সরকার
বিজনেস প্রাইম নিউজ