Daily

ভারত-আফগানিস্তানের বাণিজ্যিক হাইওয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। আফগানিস্তানের জ়ারাঞ্জ শহর তালিবান কোটায় চলে যাওয়ার পরই চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয় নয়াদিল্লির বিদেশ ও বাণিজ্য মন্ত্রকের কর্তাদের কপালে।
৬০০ কোটি টাকা খরচ করে ২১৮ কিমি দীর্ঘ এই সড়কপথ বানানোর সময়ই তালিবানরা রুখে দাঁড়ায়। তবে জঙ্গি আক্রমণ সামলে নিয়ে অবশেষে ২০০৯ সালে কাজ শেষ করে আফগানিস্তানের হাতে সেই হাইওয়ে তুলে দেয় ভারত। ভারত-আফগানিস্তান বাণিজ্যের ক্ষেত্রে এই হাইওয়েই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখন তালিবান, আফগানিস্তানের সিংহভাগ দখল করে নেয়ায় বেশ খানিকটা চাপেই আছে দিল্লি।
কাটছে না জট। তৈরি হচ্ছে ধোঁয়াশা।। বাড়ছে উদ্বেগ। তালিবান মুখপাত্র সুহেল শাহিন যদিও আফগানিস্তানে থমকে যাওয়া ভারতের কাজ সম্পন্ন করতে গ্রিন সিগন্যাল দিয়েছে। তবে, হাইওয়ে নিয়ে কি অবস্থান নেবে তালিবানরা, এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে লাখ টাকার প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট