Daily

গণচিতার ছবি এবার রাজ্যে। একইসঙ্গে পোড়ান হল একের পর এক মৃতদেহ। আতঙ্ক ছড়াল এলাকায়। মর্মান্তিক এই দৃশ্য দেখা গেল শিলিগুড়ির সাহুডাঙ্গি শ্মশানে।
জানা গেছে, চুল্লি খারাপ হয়ে যাবার কারণে জমছিল মৃতদেহের পাহাড়। প্রশাসনের তরফ থেকে তেমন কোন উদ্যোগও নেওয়া হয় নি। এরই মধ্যে পড়ে থাকা মৃতদেহের ছবি ভাইরাল হয়ে যায়। তারপরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন।
দার্জিলিং জেলা সহ জলপাইগুড়িতে করোনা আক্রান্ত মৃতদেহগুলি সৎকার করা হয় এই শ্মশানে। জমে থাকা মৃতদেহগুলি এখানেই পুড়িয়ে দেওয়া হয়। একসঙ্গে পুড়িয়ে দেওয়ায় তা নজরে আসে স্থানীয় অধিবাসীদের চোখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় পঞ্চায়েত। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানান, চুল্লি খারাপ থাকায় গণদাহ করা হচ্ছে। যদিও চুল্লি কবে থেকে খারাপ হয়েছে সেই বিষয়ে তিনি কোন আলোকপাত করতে পারেন নি।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি