Daily

গতকাল এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। তার জন্য উত্তপ্ত হয়ে ওঠে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া জগদ্দল। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তার রেশ কাটতে না কাটতেই আজকে আবারও মুড়ি-মুড়কির মতো বোমাবাজিতে উত্তাল হল জগদ্দল।
জগদ্দল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পালঘাট রোডের পুরানি বাজার এলাকায় শুক্রবার রাতে যথেচ্ছা বোমা বাজির কারণে এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন যে, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতি হানা দেয় এলাকায়। তারপর মুন্না সাউয়ের বাড়িতে ব্যপক ভাঙচুর চালায়। হয় বোমাবাজিও। হিরন সাউয়ের টোটো ভাঙচুর করা হয়। এছাড়াও বাকরমহল্লা, ছাই মাঠ মুখে ২৫-৩০ জন দুষ্কৃতী হানা দিয়ে কমপক্ষে ১২-১৫ টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
প্রতিদিনই দুষ্কৃতিদের এই নিত্য হানা জগদ্দল, ভাটপাড়ার এলাকাবাসীদের মধ্যে ব্যপক উদ্বেগ তৈরি করেছে। প্রতিদিনই বোমাবাজির মত ঘটনায় রীতিমত আতঙ্কে সেখানকার মানুষ। বসানো হয়েছে পুলিশ পিকেট।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা