Trending

আট থেকে আশি প্রায় প্রত্যেকেরই ক্যামেরার ব্যাপারে একটা অবসেশন আছে। ফটোগ্রাফি বলুন আর সেলফিই বলুন একখানা ক্যামেরা হাতের কাছে থাকলে সময়টা দিব্বি কাটিয়ে দেওয়া যায়। আর এই ক্যামেরার ব্যাপারে নির্মাতা সংস্থা ফুজি ফিল্ম এর যে বেশ দাপট আছে সেটা আর বলার অবকাশ রাখে না। ঐতিহ্যের পরম্পরাকে বজায় রেখে অত্যাধুনিক প্রযুক্তিকে অস্ত্র করে, বাজারে লঞ্চ করে চলেছে একের পর এক তাক লাগানো ক্যামেরা।
এবার জনপ্রিয়তার শীর্ষ ছাড়িয়ে ক্রেতাদের মন জয় করতে ফুজিফিল্ম লঞ্চ করলো আরও এক নতুন ক্যামেরা। ইন্সট্যাক্স সিরিজের লাইনআপকে সম্প্রসারিত করতে ভারতে লঞ্চ করল ইন্সট্যাক্স মিনি ৪০ ক্যামেরা। ঝকঝকে দিনের আলো হোক বা অন্ধকার ঘরের কোণ কিংবা সেলফি মোড অন করে নিন ক্লোজ আপ শট – ইন্সট্যাক্স মিনি ৪০-তে পরিষ্কার ছবির গ্যারান্টি দিচ্ছে ফুজিফিল্ম। এই ক্যামেরায় ব্যবস্থা করা হয়েছে বহুল জনপ্রিয় ‘অটোমেটিক এক্সপোজার’ ফিচারের। যার সাহায্যে ক্যামেরাটি চারপাশের পরিবেশ অনুযায়ী শাটার স্পিড, ফ্ল্যাশ আউটপুট এবং অন্যান্য সেটিংস করে নিতে পারে। ফলে বিভিন্ন পরিস্থিতিতে ভালো ছবি তুলতে পারবেন আপনি। উপরি পাওনা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন অরেঞ্জ টেক্সট সহ ‘কনট্যাক্ট শিট’।
ক্লাসিকাল ডিজাইনের এই ক্যামেরাটি গ্রাহকরা পাবেন মাত্র ৮,৪৯৯ টাকায়। অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে এই অত্যাধুনিক ক্যামেরাটি।
ব্যুরো রিপোর্ট