Market

একদিকে মূল্যবৃদ্ধির জ্বরে কাঁপছে পেট্রোপণ্য, অন্যদিকে অতিমারি পরিস্থিতিতে থমকে জনজীবন। বেহাল অবস্থা দেশের অর্থনীতির। সব মিলিয়ে জ্বালানির ব্যবহারে পড়ল কোপ। প্রায় ২৫% জ্বালানির ব্যবহার কমেছে। কারণ সড়কের পাশাপাশি আকাশপথেও বিমানের আসা যাওয়ায় নেমেছে ভাটা।
সেন্টার পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের (পিপিএসি) তথ্য বলছে, বিমানের জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে মার্চে। শুধু এই মাসেই কমেছে প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন। অন্তর্দেশীয় উড়ানে নিষেধাজ্ঞা জারি থাকার জন্যই জ্বালানি ব্যবহারে এমন ঝটিকা পতন।
এদিকে রাজ্যগুলি সংক্রমণ ঠেকাতে লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। ফলে মার্চ থেকে মে মাস পর্যন্ত সারা দেশে পেট্রোলের ব্যবহার কমেছে ২৭ শতাংশ। উল্লেখ্য, মার্চ মাসে পেট্রোলের ব্যবহার কমে ২৭ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন, এপ্রিলে ২৩ লক্ষ ৮৬ হাজার মেট্রিক টন এবং মে মাসে ১৯ লক্ষ ৯০ হাজার মেট্রিক টন।
মনে করা হচ্ছে, জ্বালানি ব্যবহার এত কমে যাওয়ার অন্যতম কারণ মূল্যবৃদ্ধি। মুম্বইয়ে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। দিল্লি এবং কলকাতায় সেঞ্চুরির দিকেই এগোচ্ছে পেট্রোল।
ব্যুরো রিপোর্ট