Market

একদিকে যখন বেহাল অর্থনীতির ছবিটা দেশবাসীর কাছে প্রতিদিনই পরিষ্কার হয়ে উঠছে তখন অন্যদিকে অল্প অল্প করে বেড়ে চলেছে তেলের দাম। দেশের কয়েকটি জায়গায় এখন সেঞ্চুরি হাঁকিয়েছে জ্বালানি। বর্তমানে দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর পেট্রোলের দামে সর্বকালের রেকর্ড ছুঁয়েছে ১০২.৭০ টাকা। কলকাতায় সেঞ্চুরি না মারলেও সে দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ক্ষোভ চওড়া হচ্ছে দেশবাসীর।
কলকাতায় আইওসির পাম্পে পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯২.১৬ টাকায়। অন্যদিকে ডিজেল রয়েছে ৮৫.৪৫ টাকায়। সংক্রমনের আবহে যখন সবকিছুই অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে তখন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সরকার কেন ঠুঁটো জগন্নাথের মত বসে আছে সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
জ্বালানির দাম বেড়ে গেলেই কেন্দ্র বিশ্ববাজারে অশোধিত তেলের দরকে কাঠগড়ায় তোলে। কিন্তু সেই দর প্রায় এক সপ্তাহ ধরে ব্যারেলে ৬৮ ডলারের আশেপাশের রয়েছে। তাহলে জ্বালানির দাম এত বেড়ে যাওয়ার কারণ কি? সরকার বলছে রাজস্থান এবং মধ্যপ্রদেশে রাজ্যের ভ্যাট সবচেয়ে বেশি। তাই দ্রুত পেরিয়েছে একশোর গণ্ডি। সংশ্লিষ্ট মহলের দাবি একদিকে করো না অন্যদিকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে যখন দাঁড়িয়ে রয়েছে ১৩০ কোটি সাধারণ মানুষ তখন শুল্ক কমিয়ে কিছুটা রেহাই দিতে পারে সরকার। কিন্তু সেই কথা শুনছে কে?
ব্যুরো রিপোর্ট