Market
সত্যি হল আশঙ্কা। মূল্যবৃদ্ধির কোপে পড়ল মধ্যবিত্তের হেঁশেল। সোমবার মাঝরাত থেকে দাম বাড়ল পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের। পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল প্রতি লিটারে ১০৫টাকা ৫১ পয়সা। ডিজেলের দামও ৮৩ পয়সা বৃদ্ধি পেয়ে পৌঁছে গেল ৯০ টাকা ৬২ পয়সায়। একইসঙ্গে মহার্ঘ্য হল রান্নার গ্যাস। এক লাফে গ্যাসের দাম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে থামল ৯৭৬ টাকায়।
২১ নভেম্বর বিশ্ববাজারে তেলের দাম একপ্রস্থ বৃদ্ধি পায়। কিন্তু সেইসময়েও ভারতে অপরিবর্তিত ছিল জ্বালানিমূল্য। তারপর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ লাগতেই তেলের দামবৃদ্ধি নিয়ে তৈরি হয় সংশয়। কারণ বিশ্ববাজারে জ্বালানির উপর যুদ্ধের প্রভাব পড়ে অনেকটাই। এদিকে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের দাম কার্যত ছ্যাঁকা দিতে শুরু করে। ব্যারেল প্রতি দাম পৌঁছে যায় ১৩৯ ডলারে। তারপর থেকেই ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কায় দিন গুনছিলেন সাধারণ মানুষ। মনে করা হচ্ছিল, জ্বালানির মূল্যবৃদ্ধি এখন হয়ত শুধু সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন মিটলেই জ্বালানি বৃদ্ধিতে সিলমোহর দিতে পারে কেন্দ্র। এবার সেই আশঙ্কাই সত্যি হল। কিন্তু রাশিয়া যখন একদিকে সস্তায় তেল রফতানির জন্য ভারতকে সিলমোহর দিয়েছে। এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে যখন ভারতের সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে, তখন এই মূল্যবৃদ্ধি কতটা যুক্তিযুক্ত? আপনার মতামত শেয়ার করুন আমাদের সাথে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ