Daily

লোকের মুখে মুখে এখন ওমিক্রনের নাম। আর করোনা ভাইরাসের এই ভ্যারিএন্টের প্রভাব পড়েছে সর্বত্র। বলা যেতে পারে, বর্তমানে উদ্বেগের অপর নাম ওমিক্রন। আর যার জেরে এবার আন্তর্জাতিক বাজারে একটানা ৬ সপ্তাহ দরপতন হোল জ্বালানি তেলের।
শুধু তাই নয়। গত সপ্তাহে মাত্র একদিনেই একবারে ১০ মার্কিন ডলার দাম কমেছে জ্বালানি তেলের। ২০১৮ সালের পর তেল বাজার একসাথে একটানা দরপতন দেখেনি বলেই মনে অভিমত বিশেষজ্ঞদের। করোনার এই নতুন ভ্যারিএন্ট একবার যদি বিশ্ব বাজারে থাবা বসায় তবে ফের চাহিদায় ধস নামতে পারে তেল বাজারে। ঠিক এই ভয়টাই পাচ্ছেন বিনিয়োগকারীরা। এমনিতেই ওমিক্রন আতঙ্কের জেরে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম কমেছে ২.৮%।
এদিকে আবার ওপেক ঘোষণা করেছে, আগামী জানুয়ারী মাস নাগাদ দৈনিক ৪ লাখ ব্যারেল তেল ছাড়বে আন্তর্জাতিক বাজারে। ফলে তেলের চাহিদা কমবে। আর এর মধ্যে তেল সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে তার দাম কমবে বলেই আশা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
ব্যুরো রিপোর্ট