Daily

মাঝসাগরে বিপত্তি। জাহাজে ফুটো হয়ে যাওয়ার কারণে হলদিয়া বন্দরমুখী একটি পর্তুগিজ জাহাজ আটকে পড়েছে। মধ্য সাগরের সমুদ্রের জলে মিশছে সেই জ্বালানি তেল। হলদিয়া বন্দর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এই জাহাজটি থেকে ইতিমধ্যেই ১০ হাজার লিটার তেল বঙ্গোপসাগরের জলে মিশে গেছে। যা সমুদ্রের জন্য চরম বিপদ বলেই মনে করছেন অনেকে।
সূত্রের খবর, জাহাজটির শনিবার রাতে হলদিয়া বন্দরে ঢোকার কথা ছিল। তার আগেই স্যান্ডহেডে পৌঁছলে জাহাজটিকে রিপোর্টিং করতে হত। অয়েল স্পিল আটকাতে পারলে তবেই বন্দরে ঢোকার ছাড়পত্র পাওয়া যেত। বর্তমানে চেন্নাই কোস্টগার্ড জাহাজটিকে নিজেদের হেফাজতে নিয়ে মেরামত করছে। কিন্তু সমস্যা অন্য আরেকটি জায়গায়।
এই জাহাজের ট্যাঙ্কে ১ লক্ষ ২০ হাজার লিটার লো-সালফার জ্বালানি তেল ছিল। ইতিমধ্যেই তার থেকে ১০ হাজার লিটার তেল জলে মিশে গিয়েছে। এমনিতেই ইলিশের মরশুম। ফলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরের জলে তেল মিশে যাওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরাও।
ব্যুরো রিপোর্ট