Market

প্রাকৃতিক গ্যাস এবং কয়লার সংকটে নাজেহাল ইউরোপ থেকে চিন। অতিমারি আবহের মধ্যে যা রীতিমত ভয় তৈরি করেছে বিশ্ব বাজারে। পরিস্থিতি এমনই বেগতিক যে বেশ কিছু ক্ষেত্রে বন্ধ করে দিতে হচ্ছে কারখানা। এদিকে বিদ্যুতের খরচও নাভিশ্বাস তুলতে শুরু করে দিয়েছে। সবমিলিয়ে ব্যাপক সংকট তৈরি হয়েছে চিন এবং ইউরোপে। যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে।
সম্প্রতি একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে, এই সংকট তৈরি হওয়ার কারণে চিনের অর্থনীতি হোঁচট খেতে পারে ৪৪%। তারপর রয়েছে জ্বালানীর সমস্যা। জোগানে ব্যাপক সংকট তৈরি হলে সেই প্রভাব পড়তে চলেছে ইউরোপ সহ চিনের বাজারে। সেদিক থেকে দেখলে বড় বিপর্যয় নেমে আসতে খুব একটা সময় লাগবে না। এদিকে উত্তর গোলার্ধে প্রতিকূল আবহাওয়া আসতেও খুব একটা বেশি সময় নেই। তীব্র ঠাণ্ডা নামবে ইউরোপ জুড়ে। ফলে জ্বালানীর সমস্যাও তখন বাড়তে পারে।
বিশ্ব বাজারে সুদূরপ্রসারী প্রভাব যে পড়তে পারে সেই কথা মেনে নিচ্ছেন বহু আর্থিক বিশ্লেষকরা। কারণ ইউরোপ এবং চিনের সমস্যা ধাক্কা দিতে পারে বিশ্ব পুঁজিতে। ফলে বাড়তে পারে আমদানি খরচ। মূল্যবৃদ্ধি ত্রাস তৈরি করতে পারে বিশ্বে। সবমিলিয়ে আতঙ্কের আবহে ভুগছে বিশ্ব অর্থনীতি।
ব্যুরো রিপোর্ট