Market
একদিকে যখন বেলুড়ে লজিস্টিক হাব তৈরি করতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী, তখন অন্যদিকে হরিণঘাটার কাছে লজিস্টিক হাব তৈরি করে দেশের কর্মোজ্জ্বল ছবিটাকে প্রকাশ্যে আনতে চাইছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। একইসঙ্গে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পথ মসৃণ করতে চাইছে ওয়ালমার্টের অধীনে থাকা এই সংস্থাটি। জানা গিয়েছে, লগ্নির প্রস্তাব আসতে পারে প্রায় ৯০০ কোটি টাকা। একশো একর জমির উপরে এই লজিস্টিক হাব তৈরির আশা দেখেছিল বাংলা।
২০২০ সালে ফ্লিপকার্টের লজিস্টিক হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রকল্পটি শেষ করার জন্য সংস্থার পক্ষ থেকে নেওয়া হয় ভালোরকম উদ্যোগ। কিন্তু করোনার ধাক্কা এসে লাগায় ফ্লিপকার্টের সেই প্রকল্পে লাগে তালা। তবে অবশেষে জট কাটল বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই ফ্লিপকার্ট লজিস্টিক হাব তৈরির প্রাথমিক কাজকর্ম প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ফলে এখন হাব তৈরিতে খুব একটা বেশি সমস্যা তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে ফ্লিপকার্ট এই লজিস্টিক হাব তৈরি করলে রাজ্যের প্রায় হাজার দশেক মানুষের কর্মসংস্থান যে হবে, সেই নিয়ে তেমন আর কোন সংশয় নেই।
একদিকে যখন ফ্লিপকার্ট বাংলায় লজিস্টিক হাব তৈরি করে কর্মসংস্থানের ছবিটা আরও বেশি উজ্জ্বল করতে চাইছে তখন অন্যদিকে মেডিকেল সেক্টরে নিজের প্রভাব ছড়াতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ফ্লিপকার্ট। আর তাই গ্রাহকদের ঘরে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য ফ্লিপকার্ট চালু করতে চলেছে তাদের নতুন সার্ভিস। নিয়ে এল ফ্লিপকার্ট হেলথ প্লাস। দেশের প্রত্যন্ত এলাকায় ওষুধ পৌঁছে দেওয়ার এই কাজটিই করবে ফ্লিপকার্ট। সূত্রের খবর, দেশের প্রায় ২০ হাজার পিন কোডে ফ্লিপকার্ট ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করবে মসৃণ গতিতে। সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যেই ফ্লিপকার্টের সঙ্গে ৫০০ ওষুধ ব্যবসায়ী নিজেদের যুক্ত করে ফেলেছেন। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে সংস্থার কর্তৃপক্ষ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ