Market
ভয়াবহ পরিস্থিতিতে একদিকে যখন ক্রমশ ছোট হয়ে আসছে কাজের পরিসর, তখন অন্যদিকে উজ্জ্বল হয়ে উঠছে কর্পোরেট-ভবিষ্যৎ। আইটি জগতে প্রোজেক্ট বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলো তাকিয়ে রয়েছে নতুন কর্মসংস্থানের দিকে। যে কারণে এই বছরে কর্পোরেট দুনিয়ায় ঢুকতে পারেন একটা বড় অংশের মানুষ।
দেশের তিনটি বড় আইটি সংস্থা টিসিএস, ইনফোসিস এবং উইপ্রো নিয়োগ করতে চলেছে প্রচুর সংখ্যার আইটি কর্মী। যারা সম্পূর্ণ কাজটাই করবে ডিজিটালে। জানা গিয়েছে, টিসিএস এই বছর নিয়োগ করতে পারে ৪০,০০০ কর্মী। ইনফোসিস নিতে পারে ২৫,০০০। উইপ্রো সংখ্যার হিসেব না দিলেও জানিয়েছে গত বছরের থেকে বাড়তে চলেছে নিয়োগ।
পিছিয়ে নেই এইচসিএল বা টেক মাহিন্দ্রার মত কোম্পানি। আর এই পাঁচটি কোম্পানি খুলে দিতে চলেছে ১ লক্ষের বেশি কর্মসংস্থানের দরজা। এই চাহিদা তৈরি হয়েছে মূলত দেশের মধ্যেই। যার ফলে ফ্রেশ ক্যান্ডিডেটদের সামনে থাকবে কর্পোরেট জগত। তাদের শুধু প্রয়োজন এখন দক্ষ কর্মী। সেই আশাতেই রয়েছে এই পাঁচটি জায়ান্ট আইটি সংস্থা।
ব্যুরো রিপোর্ট