Daily

ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খড়দা বিধানসভা। বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
জানা গিয়েছে, খড়দা বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার ঠিক সংযোগস্থলে টিটাগড় পৌরসভার ১৫ এবং ২২ নং বুথে, একই স্কুলে দুপুর পৌনে দুটো নাগাদ হানা দেয় ৮-১২ জনের এক দুষ্কৃতীর দল। কোন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে তারা দুটি জায়গায় বোমাবাজি করে। বোমার আঘাতে আহত হয়েছেন ৮ জন। তাঁদেরকে ব্যারাকপুর মহকুমার বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজন এখনও ভর্তি আছেন হাসপাতালে।
বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা।
মানস চৌধুরী, উত্তর ২৪ পরগনা